নাটোরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যর তদন্ত কমিটি

|

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান এলাকায় বাস-বাস মুখোমুখি সংঘর্ষে ১৫জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যর তদন্ত কমিটি নাটোরে এসে পৌঁছেছে। মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি নাটোর সার্কিট হাউজে এসে পৌঁছান।

তদন্ত কমিটিতে রয়েছে, বিআরটিএ পরিচালক অপারেশন, সিতাংশু শেখর বিশ্বাস, গাজীপুর হাইওয়ের পুলিশ সুপার শফিকুল ইসলাম, বুয়েটের সহযোগী অধ্যাপক ও দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠান সদস্য কাজী মোহাম্মাদ সিফান নেওয়াজ, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন এবং বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরি।
গত ২৫ আগস্ট শনিবার বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলানে বাস লেগুনা সংঘর্ষে ১৫ নিহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply