নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক আদালতে আবেদন ইরানের

|

ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আদেশ দিতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে ইরান। সোমবার মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের মামলার প্রথম দিনের শুনানিতে এ আবেদন জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অনৈতিক এবং ক্ষতিকর বলেছেন ইরানের আইনজীবী মোহসেন মোহেবি। শুনানিতে তিনি বলেন, ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে এ নিষেধাজ্ঞা। দারিদ্র্যের মুখে ঠেলে দিচ্ছে কয়েক লাখ মানুষকে। যুক্তরাষ্ট্রকে এ মামলার রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয় আদালতে।

এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভিত্তিহীন, অবৈধ। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের তেমন কোনো বাণিজ্য নেই। কিন্তু দেশটি আমাদের বাণিজ্যিক মিত্রদের ওপর কড়াকড়ি আরোপ করছে। যার মূল লক্ষ্যই হলো ইরানকে ধ্বংস করা। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

গত জুলাইয়ে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করে ইরান। তবে এ মামলাকে আমলে নিচ্ছে না ওয়াশিংটন। মামলাকে মূল্যহীন অভিহিত করে জোরালো বিরোধিতা করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply