৬ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন এনকুনকু

|

ছবি: সংগৃহীত

৬ বছরের চুক্তিতে ফ্রান্সের ফরোয়ার্ড এনকুনকুকে দলে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। আরবি লাইপজিগ থেকে এই স্ট্রাইকারকে পেতে ৬ কোটি পাউন্ড ব্যয় করতে হয়েছে ব্লুজদের। খবর গোল ডটকমের।

ক্লাবের মালিকানা বদলের পর প্রথম মৌসুমে মাঠের খেলায় রীতিমতো ভরাডুবি ঘটেছে চেলসির। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হওয়া ব্লুজরা আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে আক্রমণ ভাগ ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। মরিসিও পচেত্তিনো কোচের দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার (২০ জুন) প্রথম খেলোয়াড় হিসাবে এনকুনকুকে দলে টেনে নেয় লন্ডনের ক্লাবটি।

গেল মৌসুমেই এনকুনকুকে দলে নেবার সিদ্ধান্ত চুড়ান্ত করে ফেলেছিল চেলসি। মৌসুম শেষ হয়ে দলবদলের শুরুতে এই স্ট্রাইকারকে ডেরায় ভেড়ালো চেলসি। লন্ডনের ক্লাবটি নিশ্চিত করেছে এই ফরাসির সাথে ৬ বছরের চুক্তি হয়েছে।

জার্মান ক্লাব লাইপজিগের হয়ে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ২৩ গোল করেন এনকুনকু। সতীর্থদের দিয়ে করান ৯টি গোল। ২০১৯ সাল থেকে সব মিলিয়ে ক্লাবটির হয়ে ১৭২ ম্যাচে ৭০ গোল করেন তিনি, অ্যাসিস্ট ৫৬টি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply