অ্যাশেজ বলেই বাজবল কৌশল বদলানোর লোক আমি নই: স্টোকস

|

ছবি: সংগৃহীত

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অপরাজিত ৪৪ রানের ইনিংসে রোমাঞ্চকর এক জয়ের তৃপ্তি পায় অজিরা। বিপরীত চিত্র ইংলিশ শিবিরে। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও পরাজয়ের হতাশা স্বাগতিক দলে। এমন হারে ঘুরে ফিরে এসেছে বেন স্টোকসের নেয়া সেই সাহসী সিদ্ধান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান জো রুট অপরাজিত থাকা স্বত্ত্বেও ইনিংস ঘোষণা দিয়েছিলেন স্টোকস। এ নিয়ে সাবেকদের সমালোচনায় বিদ্ধ হলেও নিজের সিদ্ধান্তকেই যৌক্তিক বলে মনে করেন ইংলিশ অধিনায়ক। খবর স্কাই স্পোর্টসের।

অ্যাশেজ বলেই বাজবল কৌশল বদলানোর মানুষ আমি নই। এজবাস্টন টেস্ট হারের পর সাবেকদের সমালোচনার জবাবে এমন মন্তব্য করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন জয় পরাজয় নয়, বরং রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিতে পেরেই আনন্দিত তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেন স্টোকস বলেন, আমার মনে হয়েছিল অস্ট্রেলিয়াকে ধাক্কা দেয়ার সময় এটি। ড্রেসিংরুমে বলেছি, অন্য যেকোনো দলের বিপক্ষে ঐ অবস্থায় থাকলে আমরা এমনটিই করতে চাইতাম। এটি অ্যাশেজ বলেই এক বছর ধরে ক্রিকেট যেভাবে খেলছি, সেটি আমি বদলাবো না। কে জানে! হয়তো আমরা আরও ৪০ রান করতে পারতাম। হয়তো ঠিক পরের বলে জো (রুট) আউট হতে পারতো, পরের বলে ওলি আউট হতে পারতো।

অ্যাশেজের মতো আসরে বাজবল নামক কৌশল এবার ভাগ্য সহায় হয়নি ইংলিশদের। পরাজয়ের হতাশা থাকলেও নিজেদের ধরনের এই ক্রিকেট উপহার দিতে পেরে আনন্দিত স্টোকস।

তিনি বলেন, টেস্টটাকে পঞ্চম দিনের শেষ পর্যন্ত নিয়ে যেতে পেরে আমরা গর্বিত। অনেক ধরনের আবেগের মধ্য দিয়ে গেছি আমরা, অনেক উত্থান-পতনের মধ্য দিয়েও। এটা আমাদের খেলা এমন আরও একটা টেস্ট, যা কখনো ভুলবো না। আমরা এটাই করতে চাই, দর্শকদের খেলা দেখার জন্য চেয়ার আঁকড়ে বসিয়ে রাখতে চাই। আশা করি, অ্যাশেজে পরের চারটা টেস্টের জন্য আমরা কিছু মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছি।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে হোচট খেয়েছিল ইংলিশদের বাজবল কৌশল। তবে পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল বেন স্টোকসের দল। অ্যাশেজেও এমন কিছুর প্রত্যাশায় ব্রেন্ডন ম্যাককালামের দল।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply