জি-সেভেনের নির্ধারিত দামেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

|

জি সেভেন জোটের নির্ধারিত দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত। এমন প্রত্যাশা ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মস্কোর কাছ থেকে মূল্যছাড়ে ৬০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল ক্রয়ের আলোচনার জেরে শুক্রবার (২৩ জুন) এ ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল মুখপাত্র জন কিরবি বলেন, ভারত স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। তাদের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে। তারা সে অনুযায়ীই চলবে। তেল কেনার বিষয়েও সিদ্ধান্ত দিল্লির। তবে আমরা আশা করবো, জি সেভেনের নির্ধারণ করা দামেই ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির নৈশভোজের আমন্ত্রণে গত ২১ জুন ওয়াশিংটন পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২২ জুন ওভাল অফিসে আনুষ্ঠানিক বৈঠক হয় বাইডেনের সাথে। এ দিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে রাখা ভাষণে মোদি বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাই যুক্তরাষ্ট্র ও ভারতের মূল চিন্তা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply