বেচাকেনা এখনও জমেনি রাজধানীর কোরবানির পশুর হাটে

|

রাজধানীতে এখনও জমে উঠেনি কোরবানির পশুর হাট। শনিবার (২৪ জুন) ছুটির দিন হলেও নগরীর বড় হাটগুলোতে ক্রেতার সংখ্যা ছিল খুবই কম।

গাবতলী হাট ঘুরে দেখা যায়, ঈদের ছয়দিন আগেও হাটে কোরবানির গরুর যোগান কম। যা আছে, সেগুলোর দামও চাওয়া হচ্ছে চড়া। আগামী সোমবার দুপুরের পর থেকে বিপুল পরিমাণে কোরবানি পশু আসবে বলে জানান পাইকাররা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, শনিবার দুপুরের পর নগরীর অন্যান্য হাটেও গরু কেনার চাইতে দাম-দর দেখতে আসা ক্রেতাদের সংখ্যা ছিল বেশি।

এছাড়া, এ বছর আগের চেয়ে কোরবানি পশুর দাম কিছুটা বেশি বলে জানান পাইকাররা। দাম বেশির কারণ হিসেবে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ার কথা বলেছেন খামারিরা। যদিও ক্রেতাদের আশা, সোমবার থেকে গরুর যোগান বাড়লে কমে আসবে কোরবানির পশুর দাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply