আর কী করলে সুযোগ পাবেন সরফরাজ, ক্ষুব্ধ গাভাস্কার

|

ছবি: সংগৃহীত

প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে টানা দুই মৌসুমে ৯০০’র বেশি রান করেও জাতীয় দলে ঠাঁই মেলেনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের। অবাক হলেও সত্যি, ঘরোয়া ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের পর সর্বোচ্চ ৭৯.৬৫ গড়ের রেকর্ড সরফরাজের দখলে। দারুণ ছন্দে থাকলেও এই ব্যাটার জাতীয় দলের রাডারে না থাকতে পারায় ক্ষোভ ঝেড়েছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সাবেক এই তারকার প্রশ্ন, আর কী করলে সুযোগ পাবেন সরফরাজ?

সুনীল গাভাস্কার বলেন, গত তিন মৌসুমে সে প্রায় ১০০ গড়ে রান করেছে। দলে জায়গা পেতে আর কী করতে হবে তাকে? একাদশে জায়গা না পাক, অন্তত দলে তো তাকে রাখা যায়। তার পারফরমেন্সগুলোর মূল্যায়ন আছে, সেটা তাকে জানান। তা না হলে তার তো রঞ্জি ট্রফি খেলার দরকার নেই। তাকে জানিয়ে দিন, শুধু আইপিএল খেলো আর নিজেকে লাল বলের ক্রিকেটের জন্য তৈরি ভাবো।

শুধু সুনীল গাভাস্কারই নয়, আরও অনেক সাবেকরাই আঙ্গুল তুলেছেন নির্বাচকদের দিকে। এদিকে, আলোচনার মাঝে সরফরাজ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ছিল তার রঞ্জি ট্রফির ইনিংসগুলোর হাইলাইটস। সমর্থকদের মত নীরবেই ক্ষোভ ঝেড়েছেন এই ব্যাটার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply