সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কিছু জায়গায় আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুরের শতাধিক গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামায়াত। এছাড়া টাঙ্গাইল, দিনাজপুর, মাদারীপুরসহ কয়েক জেলার অনেক গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ।
চাঁদপুরে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ সংলগ্ন সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এই দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরীর অনুসারীরা প্রায় একশ’ বছর ধরে সৌদি আরবের সাথে একই দিনে ঈদ পালন করে আসছেন। এ বছর জেলার প্রায় ৪০ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।
শরীয়তপুরেও সৌদি আরবের সাথে মিল রেখে ৬ উপজেলার অন্তত ৫০ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন। তবে, সকাল থেকে বৃষ্টি হওয়ায় ঈদের জামাতের ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
/এসএইচ
Leave a reply