বিহারে ফের সেতু বিপর্যয়

|

ভারতের বিহারে ফের সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জুন) প্রবল ঝড়ের কবলে সেতুটি ভেঙে পড়ে। বেশ কয়েকজন পথচারী দুর্ঘটনার সময়ে সেতুর ওপরেই ছিলেন। সেতুর ওপরেই আটকে পড়েন তারা। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, বিহারের বৈশালী জেলার রঘুপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। পিপা ব্রিজ নামে পরিচিত এই সেতুটি অন্তত ৩ হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। জেলার সদর রঘুপুর থেকে হাজিপুর এলাকায় যাতায়াতের যোগসূত্র এই পিপা সেতু। বেশ কয়েকদিন আগেই এই পিপা সেতুটি সংস্কার করা হয়। মেরামতের পর ফেব্রুয়ারি মাস থেকে ফের চালু হয় সেতুটি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সেতুটি ভেঙে পড়ার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিপাকে পড়েন সেতুতে থাকা পথচারীরা। কোনো মতে প্রাণে বাঁচেন তারা। দীর্ঘক্ষণ সেতুতে আটকে থাকতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে।

প্রসঙ্গত, গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটলো। গত ৪ জুন খাগাড়িয়া জেলায় গঙ্গার ওপর ভেঙে পড়েছিল একটি নির্মাণাধীন সেতু। ২৪ জুন মেচি নদীর ওপর নির্মাণাধীন সেতুর একটি স্তম্ভ ভেঙে পড়ে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply