সাংবাদিক মুকুল হত্যার ২০ বছর আজ

|

সাইফুল আলম মুকুল। ফাইল ছবি।

‘দৈনিক রানার’ পত্রিকার সম্পাদক সাইফুল আলম মুকুল হত্যার ২০ বছর আজ। ১৯৯৮ সালে যশোরে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় নিহত হন তিনি।

সাংবাদিক মুকুলের স্মরণে শোক র‍্যালি, সৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভার করবে যশোর প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। এদিকে, দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুকুলের স্বজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তবে, শিগগিরই মামলা সচল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম পিটু।

সাইফুল আলম মুকুল হত্যা মামলাটি ২০০৫ সালে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ পুনরুজ্জীবিত করে বর্ধিত তদন্তের নির্দেশ দেয়। ২০০৬ সালে ২২ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়। এরপর অব্যাহতি চেয়ে আসামিদের একজন হাইকোর্টে আবেদন করে। ফলে আবারও মুকুল হত্যা মামলা স্থবির হয়ে পড়ে।

যমুনা অনলাইন: এটি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply