ভারতসহ পাঁচ দেশে এয়ার ট্যাক্সি সেবা শুরু করছে উবার

|

শিঘ্রই ভারতের আকাশে ট্যাক্সি নিয়ে আসতে চলেছে উবার। জাপানের টোকিওতে এক অনুষ্ঠানে বৃহষ্পতিবার কোম্পানিটি জানিয়েছে আপাতত পাঁচটি দেশে এয়ার ট্যাক্সি লঞ্চ করবে। এই পাঁচটি দেশের মধ্যেই অন্যতম ভারত। আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের শহরের আকাশে ট্যাক্সি ওড়াবে উবার।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে পাঁচটি দেশে আকাশে ট্যাক্সি ওড়ানো প্রজেক্ট শুরু হবে। দেশগুলো হল- জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত।

শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস ও লস এঞ্জালেসের সাথেই এই পাঁচটি দেশের মধ্যে থেকে বেছে নেওয়া একটি শহরে এই পরিষেবা শুরু হবে।

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ শহরগুলির অন্যতম। এই শহরগুলিতে কয়েক কিইলোমিটার রাস্তা যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। Uber Air এর মাধ্যমে এই সব শহরের যাত্রা সময় বিপুলভাবে কমিয়ে নিয়ে আসা সম্ভব।”

আগামী পাঁচ বছরের মধ্যেই এই সব শহরের গ্রাহকরা একটি বোতামে চাপ দিয়ে নিজের উড়ান বুক করতে পারবেন।

ইতিমধ্যেই ডালাস ও লস অ্যাঞ্জেলাসে এই পরিষেবা শুরু করার কথা জানানো হয়েছে। মে মাসে এক ইভেন্টে এই কথা জানিয়েছিল কোম্পানিটি।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply