গাইবান্ধায় পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম

|

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাজু সরদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তারাপুর ইউনিয়নের একটি মৎস্য খামার থেকে মোটরসাইকেলে করে মীরগঞ্জ বাজারে ফিরছিলেন সাজু। চাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। সাজুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে নেয়া হয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পূর্ববিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply