প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে তামিম

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণার পর সরব দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা। এর মাঝেই গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তামিমের ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি গুজব বলে জানা যায়। তবে তার ১২ ঘণ্টা পার না হতেই এবার গণভবনে গেছেন তামিম।

এর আগে আজ (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। জানা গেছে, আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে তামিমের সাথে একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে। বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন সদ্য অবসর নেয়া বাংলাদেশের এই ক্রিকেটার। চলছে মিটিং, সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তামিমের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে কিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply