চাকরিতে প্রবেশের বয়স ৩৫ দাবিতে ফরিদপুরে মানববন্ধন

|

ফরিদপুর প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নির্ধারণ ও আবেদনে ব্যাংক ড্রাফট বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুরে। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন হয়। একই সাথে মোবাইল ফোনের কলরেট বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।

বাংলাদেশ যুব ইউনিয়ন ফরিদপুর শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতির নেতাকর্মীরা অংশ নেন।

এসময় শহর যুব ইউনিয়নের সভাপতি রিপন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বেলায়েত হোসেন, শাহাদাত শাওন, আব্রাম নাদিম, শামিমা শিমু, আজাদ আবুল কালাম, অরুন কুমার শীল, সুদেব চক্রবর্তী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বক্তারা এসময় সরকারি চাকরীতে প্রবেশের বয়স ৩৫ ও ব্যাংক ড্রাফট বাতিলের জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply