অধ্যাপক তাহের হত্যা: আসামিদের প্রাণভিক্ষা আবেদন নাকচের চিঠি কারাগারে

|

অধ্যাপক ড. এস তাহের আহমেদ।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষা আবেদন নাকচের চিঠি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। কারাবিধি অনুযায়ী চিঠি হাতে পাওয়ার ২১ থেকে ২৮ দিনের মধ্যে যেকোনো দিন আসামিদের ফাঁসি কার্যকর করা যাবে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার (৬ জুলাই) প্রাণভিক্ষা আবেদন নাকচের চিঠি তাদের হাতে পৌঁছায়। নিম্ন আদালতের রায়ের পর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন এ মামলার দুই আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর।

উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোয়ার্টারে নিজ বাসভবনের পেছনের ম্যানহোল থেকে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. তাহেরের মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্তে জানা যায়, অধ্যাপক তাহেরকে খুন করার পর ম্যানহোলে তার লাশ ফেলা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply