বগুড়ায় তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

|

বগুড়া ব্যুরো:

বগুড়ায় ক্রিকেট বল গায়ে লাগাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে জসিম মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) দুপুরে শহরের চক লোকমান কলোনী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জসিমের বাড়ি ঢাকার কারওয়ানবাজার এলাকায়। বিয়ের পর থেকে তিনি কয়েক বছর ধরে শ্বশুরবাড়ি চকলোকমান এলাকায় থাকতেন।

জসিমের স্বজনরা জানান, শুক্রবার (৭ জুলাই) বিকেলে স্থানীয় মসজিদ মাঠে কিশোর-যুবকরা ক্রিকেট খেলার সময় একটি বল জসিমের এক আত্মীয়ের গায়ে লাগে। এ নিয়ে জসিমের পরিবারের সাথে ওইদিন ওই যুবকদের বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে ওই যুবকরা আবারও ওই মাঠে খেলতে এলে জসিমের স্ত্রী মালেকার সাথে আরেক দফা তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়

ঘটনার পর দুপুরে রাব্বি ৪-৫ জনকে সাথে নিয়ে কলোনী মসজিদের সামনে জসিমকে পেয়ে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত জসিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply