ছোটদের ইউরোর মুকুট ইংল্যান্ডের

|

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। কার্টিস জোন্সের গোলে স্পেনকে ইয়াং লায়ন্সরা হারিয়েছে ১-০ গোলে। খবর গোল ডটকমের।

শনিবার (৮ জুলাই) জর্জিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল ম্যাচ হয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। দ্বিতীয়ার্ধে স্পেন মুহুর্মুহু আক্রমণ শানিয়েও গোলের দেখা পায়নি।

৯৯ মিনিটে দারুণভাবে পেনাল্টি ঠেকিয়ে জয়ের নায়ক হয়েছেন গোলকিপার জেমস ট্রাফোর্ড। স্প্যানিশ আবেল রুইজ শেষ মুহূর্তে এই পেনাল্টি মিস না করলে ম্যাচ গড়াতো অতিরিক্ত সময়ে। শেষ দিকে খেলায় বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত সময়ের ১০০ ও ১০১ মিনিটের মাথায় দুই দলেরই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেছেন।

৩৯ বছর পর অনূর্ধ্ব-২১ ইউরোর শিরোপা জিতলো লি কার্সলির ইংল্যান্ড। এ প্রতিযোগিতায় এটি ইংল্যান্ডের তৃতীয় শিরোপা। এর আগে ১৯৮২ ও ১৯৮৪ সালে ইউরোর শিরোপা ঘরে তুলেছিলো তারা। ২০২১ সালে বড়দের ইউরোতে ইতালির কাছে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply