মাসের প্রথম ১০ দিনে হাসপাতালে ৬ হাজারের বেশি ডেঙ্গু রোগী

|

মাসের প্রথম দশ দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজারের অংক। গেল দুইদিনে রেকর্ড আক্রান্ত প্রত্যক্ষ করেছে দেশ।

দৈনিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাওয়া যাচ্ছে গড়ে সাড়ে ৬শ’ জন। এবার ডেঙ্গুর জ্বরের ক্ষেত্রে বদলে গেছে লক্ষণ ও উপসর্গ। রাজধানীর ২০টি সরকারি বেসরকারি হাসপাতালে চলছে ডেঙ্গুর চিকিৎসা। রোগী আছে প্রায় সবগুলো বেসরকারি হাসপাতালেও। সবচেয়ে বেশি রোগী মুগদা জেনারেল হাসপাতালে। সেখানে দৈনিক ভর্তি হচ্ছে এক থেকে দেড়শো রোগী। শিশু হাসপাতালেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় একশোর কাছাকাছি।

চিকিৎসকরা পরামর্শে বলেছেন, যে কোনো উপসর্গ দেখা দেয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। রক্তে প্লাটিলেট ৫০ হাজারের নিচে নামলেই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, জ্বর হলে ডায়রিয়া শুরু হয়ে যায়; যেটি ওষুধে কমছে না। বমি বন্ধ করা যাচ্ছে না। পেটে ব্যথাকে হয়তো চিকিৎসক অ্যাপেন্ডিসাইটিস ভাবছেন। কিন্তু রোগী ডেঙ্গুর ‘কলিগে’ ভুগছেন। তারপর আছে মস্তিষ্কে তীব্র প্রদাহ, যেটাকে ‘ম্যানিঙ্গো ইনগ্লে ভালাইটিস’ বলে। শরীরের পানি জমা যেমন, বুক ও পেটে পানি জমা- এসব উপসর্গ প্রথাগত ডেঙ্গুর উপসর্গ নয়।

আগেও ডেঙ্গু হয়েছিল, এমন রোগীদের শক থেকে বাঁচতে লক্ষণের সাথে সাথে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: এডিস মশার চরিত্র বদল; কামড়াচ্ছে রাতে, জন্মাচ্ছে ময়লা পানিতে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply