নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

|

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে যুগপৎ ধারায় বিএনপির বৃহত্তর গণআন্দোলনের ‘একদফা’ যৌথ ঘোষণার সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। অস্থায়ী মঞ্চ থেকে একদফার ঘোষণা দেবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশকে ঘিরে ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কাউকে সন্দেহ হলে তল্লাশি করতেও দেখা গেছে। বিএনপিকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করার কথা বলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপি নেতারা বলেছেন, ১২ জুলাইয়ের পর চলমান আন্দোলন আরও বেগবান হবে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাবে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও আজ সরকার পতনে ‘একদফা’ ঘোষণা দেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply