আগামী চার বছরে আইসিসির আয়ের ৩৮ দশমিক ৫ শতাংশ পাবে ভারত। টাকার অঙ্কে যা প্রায় আড়াই হাজার কোটি টাকা। আইসিসির বোর্ড সভায় পাস হয়েছে প্রস্তাবিত এই আর্থিক মডেল।
এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নথিপত্রের সূত্র বলছে, সর্বশেষ চক্রের চেয়ে ৭২ শতাংশ লভ্যাংশ বেড়েছে বিসিসিআইয়ের। আইসিসির সর্বশেষ চক্রে ২২ দশমিক ৪ শতাংশ লভ্যাংশ পেয়েছিল ভারতীয় বোর্ড।
২০২৪ থেকে ২৭ এই চার বছরে আইসিসির আয় হবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা। যেখানে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ৬ দশমিক ৮৯ শতাংশ পাবে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়া পাবে ৬ দশমিক ২৫ শতাংশ। এই চার বছরে বাংলাদেশ পাবে ৪ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ ২৮৯ কোটি ৭১ লাখ টাকা। ডারবানে আইসিসির বোর্ড সভায় এই আর্থিক প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নেয় পাকিস্তান। কিন্তু তা আমলে নেয়নি আইসিসি। মূলত, শীর্ষভাগ আয় ভারত থেকে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সবমিলিয়ে আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশ সম্মিলিতভাবে পাবে মোট আয়ের ৮৮.৮১ শতাংশ। আর বাকিটা ভাগ করে দেয়া হবে ৯৪টি সহযোগী দেশের মধ্যে।
/আরআইএম
Leave a reply