ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রাম পুরুষশূন্য, আতঙ্কে নারীরা

|

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গ্রেফতারের ভয়ে প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের একটি গ্রাম। হামলার আতঙ্কে নারীরাও রাতে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন।

গত শুক্রবার (৭ জুলাই) আশুগঞ্জ থানার আলী ব্যাপারীর বাড়ির এলাকায় পাল্টাপাল্টি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত হয় অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘরও। জানা যায়, কবরস্থানের জায়গা নিয়ে গ্রামের দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বর্তমান ইউপি সদস্য সাচ্চু মিয়া ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়ার মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে কয়েক দফা সংঘর্ষ হয়। গ্রেফতারের ভয়ে গ্রামটি প্রায় পুরুষশূন্য। উভয় পক্ষ এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে। পুলিশের বিরুদ্ধেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ।

আশুগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply