এশিয়া কাপের পাকিস্তান পর্বের ম্যাচের জন্য দু’টি ভেন্যু চুড়ান্ত করেছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে লাহোরের পাশাপাশি মুলতানে ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এখন পর্যন্ত এশিয়া কাপের খসড়া যে সূচী আছে তাতে টুর্নামেন্টের ১৩ ম্যাচের মধ্যে ৯টি হবে শ্রীলঙ্কাতে। আর ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। কিন্তু অন্তিম মুহুর্তে এসেও নিজ দেশে ম্যাচের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে পিসিবি। ৪টির পরিবর্তে অন্তত ৫টি ম্যাচ চায় পাকিস্তান। পিসিবির পরিকিল্পনা অনুযায়ী ৪টি ম্যাচ হবে লাহোরে। আর বাড়তি যে ম্যাচগুলো পাওয়া যাবে তার হোস্ট হবে মুলতান।
তবে ভারতীয় গণমাধ্যম বলছে বাড়তি ম্যাচ পাবে না পাকিস্তান। এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে চুড়ান্ত সিদ্ধান্ত। সবকিছু ঠিক থাকলে ৩১ আগস্ট পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ।
/আরআইএম
Leave a reply