হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

|

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ঢাকা মিশন।

আজ (১৮ জুলাই) এক টুইট বার্তায় হিরো আলমের উপর হামলার ঘটনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইস এ কথা জানান।

টুইটে গোয়াইন লুইস বলেন, স্বাধীনদেশের নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে। এই মৌলিক অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে যেন কোনো সহিংসতা না হয়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

গতকাল (১৭ জুলাই) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হিরো আলম এ হামলার মুখে পড়েন। ক্ষমতাসীন দলের কর্মীরা এই হামলার পেছনে জড়িত বলে অভিযোগ করেছেন হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ইলিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের ভেতরে ঢোকার আগে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন হামলাকারীদের কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং ধাওয়া দেন।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় জড়িতদের খুঁজছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply