হিরো আলমের ওপর হামলা: গ্রেফতার ৭, অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা

|

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসন উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে এই মামলা করেছেন। ফুটেজ দেখে পুলিশ হামলায় জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে। খোঁজা হচ্ছে এ ঘটনায় জড়িত অন্যদেরও।

সোমবার (১৮ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের শেষ সময়ে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। ফুটেজে দেখা যায়, কেন্দ্রের ভেতর থেকে পুলিশের সামনেই কয়েকজন যুবক তাকে ধাক্কাতে ধাক্কাতে কেন্দ্রের বাইরে নিয়ে আসে। পরে কয়েকজন যুবক তাকে একের পর এক কিল ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীদের বেশিরভাগের গলায় দেখা গেছে আওয়ামী লীগ সমর্থিত এমপি প্রার্থীর কার্ড।

এদিকে মঙ্গলবার (১৮ জুলাই) এক টুইট বার্তায় হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ঢাকা মিশন। সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়াইন লুইসের করা এক টুইটে বলা হয়, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে। এ ধরণের হামলার ঘটনা মর্মান্তিক।

ক্ষমতাসীনরাই সে হামলার সাথে জড়িত বলে অভিযোগ তুলেছেন হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট মোহাম্মদ ইলিয়াস। মারধরের ফুটেজ দেখে ওই ঘটনায় জড়িত ৭ জনকে এরই মধ্যে আটক করার কথা জানান ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ। ঘটনার সাথে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply