বিদায়ী অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮৪ শতাংশ

|

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন কমেছে ৮ শতাংশের বেশি। বিদায়ী অর্থবছরে বাস্তবায়ন হয়েছে ৮৪ শতাংশ। আর এর আগের অর্থবছরের বাস্তবায়নের হার ছিল ৯২ শতাংশের বেশি।

সরকারি কর্মকর্তারা বলছেন, সরকারের ব্যয় সংকোচন নীতি ও তহবিল সীমিত ছাড়ের কারণে এডিপি বাস্তবায়ন কমেছে।
চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকার অগ্রাধিকার অনুসারে প্রকল্পগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছিল।

সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো রাখা হয় ‘সি’ ক্যাটাগরিতে। এসব প্রকল্পের অর্থছাড় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বি ক্যাটাগরির প্রকল্পের জন্য ৭৫ শতাংশ এবং এ ক্যাটাগরি প্রকল্পের শতভাগ অর্থ ছাড় করা হয়।

পরিকল্পনা কমিশন জানিয়েছে, এডিপি বাস্তবায়নে এগিয়ে আছে জাতীয় সংসদ সচিবালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জ্বালানি মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি।

বিদায়ী এডিপিতে বরাদ্দ ছিল ৯১ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয় অর্ধেকের কম অর্থ খরচ করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply