মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষের উদ্বোধন

|

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে সমাজভিত্তিক মাছ চাষ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা দশটার দিকে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হয়।

জেলা মৎস্য অধিদফতরের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান।

সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান। তিনি বলেন, থানার ঘাটে ৮০০ মিটার নদী পেন কালচার প্রকল্পের আওতায় মৎস্য চাষ করা হবে। ১৭ জন মৎস্য চাষিকে নিয়ে সমিতির মাধ্যমে পেন কালচার কার্যক্রমটি পরিচালিত হবে। পরীক্ষামূলকভাবে প্রকল্পটি সফল হলে পরবর্তীতে এমন প্রকল্প আরও বৃদ্ধি করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

এ সময় আগত অতিথিবৃন্দ ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে এলাকাবাসী ও মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply