এক বছরে রেমিট্যান্স কমেছে ১৪ শতাংশ

|

চলতি অর্থবছরের প্রথম মাসে ১১১ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের শেষ মাসের (জুন) তুলনায় ১০ কোটি ডলার কম।

সদ্য শেষ হওয়া অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ সাড়ে ১৪ শতাংশ কমেছে। জ্বালানি তেলের দাম পড়ে যাওয়া, ইউরো এবং পাউন্ডের বিনিময় মূল্য কম হওয়া এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে রেমিট্যান্স প্রবাহ কমছে বলে ধারণা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, জুলাই মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৭ কোটি ৬৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা জুন মাসে ছিল ৩১ কোটি ৬৩ লাখ ডলার।

জুলাইতে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে ৯৮ লাখ ডলার। তথ্যে আরো দেখা যায়, বেসরকারি ব্যাংকের মাধ্যমে জুলাই মাসে সাড়ে ৮১ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।

আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৪২ লাখ ডলার। বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply