বিএনপির কর্মসূচিতে হামলা করতে নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে আ. লীগ: রিজভী

|

বিএনপির চলমান শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা করছে। হামলা করার জন্য ক্ষমতাসীন দলটি নেতাকর্মীদের প্রশিক্ষণও দিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, আইনশৃঙ্খলাবাহিনী সরকারি দলের সম্পূরক শক্তি হিসেবে কাজ করছে। সরকার বাকশালী কায়দায় ক্ষমতা চিরস্থায়ী করার পাঁয়তারা করছে।

বিএনপির মহাসমাবেশের দিন আওয়ামী লীগ কর্মসূচি দেয়ায় জনভোগান্তি হয় কি না, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এমন প্রশ্ন রাখেন রিজভী আহমেদ।

বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার নির্দেশে সহিংসতা উসকে দিচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। তার (আসাদুজ্জামান খান) বক্তব্য সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply