চলে গেলেন রমা চৌধুরী

|

একাত্তরের জননীখ্যাত লেখিকা রমা চৌধুরী আর নেই। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বন্দরনগরীতে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে রমা চৌধুরীর মরদেহ। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় পতাকায় ঢেকে চট্টগ্রাম মেডিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তাঁকে।

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি পোপাদিয়ায়। সেখানেই সমাহিত করা হবে তাকে। ১৯৭১ সালে নিজ বাড়িতে পাকিস্তানি সেনাদের নির্যাতনের শিকার হন তিনি। হারান সম্ভ্রম, পুড়িয়ে দেয়া হয় তাঁর ঘরবাড়ি।

স্বাধীনতার পর লেখালেখিতে মনোযোগী হন এই বীরাঙ্গনা। একাত্তরের জননী গ্রন্থে তৎকালিন পাকিস্তানি সেনাবাহিনীর নির্যাতনের ঘটনা বর্ণনা করেন তিনি। প্রবন্ধ, উপন্যাস ও কবিতা মিলিয়ে ১৮টি বই রয়েছে তাঁর।

১৯৪১ সালে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়াতেই জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply