আপিল বিভাগের রায়ের পর জাতীয় রাজস্ব বোর্ডের বকেয়া কর ১২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৫ জুলাই) একটি চেকের মাধ্যমে এ অর্থ প্রদান করেন তিনি।
এর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এনবিআরের পাওনা বাবদ ১২ কোটি টাকা কর দিতেই হবে বলে রায় দেন আপিল বিভাগ।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
গত ৩১ মে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে ১২ কোটি টাকা কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেন ড. ইউনূস। অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলাই খারিজ করে দেন হাইকোর্ট।
এএআর/
Leave a reply