ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ

|

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। ছবি: সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে সিট না পেয়ে ফ্লোরেই চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। এদিকে, টাঙ্গাইলে হাসপাতালের আশপাশের পরিবেশ নোংরা ও ডেঙ্গু উপযোগী। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ময়লা-আবর্জনাময় পরিবেশে চিকিৎসা কতোটা কাজে আসবে, প্রশ্ন রোগীদের স্বজনদের।

ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। হাসপাতালে সিট না পেয়ে ফ্লোরেই চিকিৎসা নিচ্ছেন অনেকে। তবে রোগীর স্বজনদের দাবি, রাজধানী থেকেই হয়েছে এ রোগের সংক্রমণ। পরিবারের যে সদস্যরা ঢাকায় থাকে, তারাই আক্রান্ত হয়েছে বেশি।
ডেঙ্গু মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। পাশাপাশি, সচেতনতা তৈরিতে চালানো হয়েছে প্রচার প্রচারণা।

এদিকে, ডেঙ্গুর এমন প্রকোপের মাঝে টাঙ্গাইলের আড়াইশ শয্যা হাসপাতালের আশপাশের পরিবেশ বেশ ঝুঁকিপূর্ণ। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। সড়কের পাশেই জমে থাকা পানিতে ভাসছে মশার লার্ভা।

তবে হাসপাতাল এলাকার পরিবেশ এতোটাও খারাপ নয় বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
রোগী ও স্বজনরা বলছেন, হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন না থাকলে ডেঙ্গু প্রতিরোধে কাজে আসবে না কোনো চিকিৎসা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply