অ্যাসিস্টের রেকর্ড গড়লেন মেসি

|

লিওনেল মেসি মানেই রেকর্ড ভাঙা-গড়ার খেলা। পুরনো রেকর্ড নতুন করে লেখা অথবা নতুন কীর্তি গড়াই যেন তার কাজ। সেই ধারাবাহিকতায় আরেকটি রেকর্ড গড়লেন তিনি। লা লিগায় অ্যাসিস্টের রাজার সিংহাসনে বসলেন ছোট ম্যাজিসিয়ান।

রোববার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হুয়েস্কাকে আতিথ্য দিয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ৮-২ গোলে নবাগত দলটিকে উড়িয়ে দিয়েছেন কাতালানরা। বিশাল জয়ের ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি করিয়েছেন মেসি। এতেই রাজার আসনে বসেন তিনি।

গোলবন্যার ম্যাচে ৫২ মিনিটে মেসির বাড়ানো বল থেকে হাফভলিতে নিশানাভেদ করেন ইভান রাকিটিচ। এর সহায়তার রাজসিংহাসনে বসেন আর্জেন্টাইন সুপারস্টার। লা লিগায় প্রথম ফুটবলার হিসেবে ১৫০ গোলে অ্যাসিস্ট করার কীর্তি গড়েন তিনি।

১৪৩ অ্যাসিস্ট নিয়ে এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন সেস্ক ফ্যাব্রিগাস। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আছেন মেসুত ওজিল (১২৮) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১২২)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply