অবসরের ঘোষণা দিলেন অ্যালিস্টার কুক

|

বিদায়ের কথা জানালেন অ্যালিস্টার কুক

তার শুরুটা হয়েছিল ভারতের বিপক্ষেই। ২০০৬ সালে নাগপুর টেস্টে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। ১৬-তম ইংলিশ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়া কিশোরটি ২২ গজের ক্রিজে দাপটের সাথে পার করেছেন এক যুগ। বলা হচ্ছে, অ্যালিস্টার কুকের কথা। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে ইতি টানছেন বর্ণাঢ্য ক্যারিয়ারের।

সাউদাম্পটন টেস্ট জিতে এক ম্যাচ হাতে রেখে ভারতের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার ওভালের পঞ্চম ও শেষ টেস্ট খেলে একেবারে ব্যাট-প্যাড তুলে রাখবেন তিনি। বলেছেন, আমার কল্পনার চেয়েও বেশি অর্জন করেছি। ইংল্যান্ডের হয়ে কয়েকজন গ্রেট খেলোয়াড়ের পাশে খেলতে পারা ছিল আমার জন্য বিশেষ প্রাপ্তি। আর কিছু দেওয়ার বাকি নেই।

ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন কুক। ১৬০ টেস্টে রেকর্ড ১২,২৫৪ রান ও ৩২ সেঞ্চুরি করেছেন। সর্বকালের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় তার অবস্থান ষষ্ঠ স্থানে। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১,৬২৭ রানের রেকর্ডটিও তার দখলে।

২০১২ সালের ২৯ আগস্ট অ্যান্ডু স্ট্রাউস অবসরে যাওয়ার পর ইংল্যান্ড দলের দায়িত্ব পান কুক।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply