সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৬

|

সিরিয়ায় বোমা বিস্ফোরণ। ছবি: এপি

পবিত্র আশুরার মাত্র একদিন আগে জোরালো বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়ার রাজধানী দামেস্ক।
বৃহস্পতিবারের (২৭ জুলাই) এ হামলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের। আরও ২০ জন গুরুতর দগ্ধ। খবর এপির।

স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দামেস্কের শিয়া অধ্যুষিত এলাকায় চলছিল আশুরা স্মরণের প্রস্তুতি। এ সময় সাঈয়েদা জয়নব মাজারের কাছেই একটি ট্যাক্সিতে ঘটে জোরালো বিস্ফোরণ।

পুলিশের ধারণা, আগেই রাখা ছিল বোমাটি। রিমোট কন্ট্রোলের মাধ্যমে সক্রিয় করা হয়। একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেয়া হয়েছে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

২০১৬ সালে একই স্থানে হামলা চালিয়েছিলো জঙ্গি সংগঠন আইএস। তাতে প্রাণ যায় ১৩৪ জনের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply