প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর

|

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ জুলাই) সকালেই তার হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। পরে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গ্রহণ শেষে বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু ডিজিটাল বাংলাদেশ গড়লে হবে না, ডিজিটাল ব্যবস্থা পরিচালনায় দক্ষ জনশক্তি দরকার।

বাংলাদেশের ছেলে-মেয়েরা মেধাবী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা পরিশ্রম করছে তারা সফল হচ্ছে। ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণের সুযোগ দিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর হাতে এসএসসি পরীক্ষার ফলাফল তুলে দেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply