গণতন্ত্রে রাজনৈতিক প্রতিহিংসার কোনো জায়গা নেই: বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র

|

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভেদান্ত প্যাটেল।

গণতন্ত্রে রাজনৈতিক প্রতিহিংসার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। একই সাথে যুক্তরাষ্ট্র আলাদা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেদান্ত। এ সময় তাকে বাংলাদেশের দুই প্রধান দলের রাজনৈতিক কর্মসূচি এবং সেটি ঘিরে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে এ মন্তব্য করেন তিনি।

এ সময় বেদান্ত বলেন, গত ব্রিফিংয়েও বিষয়টি স্পষ্ট করা হয়েছিল, পুনরাবৃত্তি করছি। গণতন্ত্রে রাজনৈতিক প্রতিহিংসা জায়গা পাবে না। আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করে না যুক্তরাষ্ট্র। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের লক্ষ্য পূরণে পাশে রয়েছি। দু’দেশের যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক সহিংসতার কোনো সুযোগ নেই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply