রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

|

রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন সড়কে কঠোর নজরদারিতে আছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তল্লাশিও চালানো হচ্ছে বেশ কিছু স্থানে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শুরু হয়েছে দলটির মহাসমাবেশ। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ করবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এ উপলক্ষ্যে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও দুই দলেরই সমাবেশস্থলের আশপাশে দেখা গেছে পুলিশ-র‍্যাবের কড়া অবস্থান। এ ছাড়া সাদা পোশাকে নজর রাখছেন গোয়েন্দারাও।

এদিকে, রাজধানীর প্রধান প্রধান সড়ক এখন রাজনৈতিক নেতাকর্মীদের দখলে। রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে যারা জরুরি কাজে বের হয়েছেন বিপাকে পড়েছেন তারা। ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। রাজনৈতিক অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় কিছু সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশিও করা হচ্ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply