সুপার টাইফুন ডকসুরি’র তাণ্ডবে বিপর্যস্ত পূর্ব এশিয়া। এরই মধ্যে ফিলিপাইনে প্রচণ্ড ঝড়ে হওয়ায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন। ক্ষতিগ্রস্ত তাইওয়ান ও চীনের একাধিক অঞ্চলও। খবর সিএনএন এর।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় ১৭৫ কিলোমিটার গতিতে দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। প্রচণ্ড বাতাসের তোড়ে নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। তবে নৌযানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ফিলিপাইনের পর আরও শক্তি সঞ্চয় করে ডকসুরি আঘাত হানে তাইওয়ানের কিনমেন দ্বীপে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯১ কিলোমিটার। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে লণ্ডভণ্ড হয়েছে গোটা এলাকা। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি। বৈরী আবহাওয়ার জেরে বাতিল হয়েছে তিন শতাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।
এছাড়া শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান এবং পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশেও। ঘূর্ণিঝড় ডকসুরির প্রভাবে এখনও সেখানে প্রচণ্ড ঝড়-বৃষ্টি চলছে বলে জানা গেছে। তবে ব্যাপক পূর্বপ্রস্তুতির কারণে কোনো প্রাণহানি হয়নি। এরই মধ্যে দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দা।
এসজেড/
Leave a reply