চীনে পর্দা নামলো নজরকাড়া শেংশুন এয়ার শো’র

|

ছবি: সংগৃহীত

চীনে পর্দা নামলো নজরকাড়া শেংশুন এয়ার শো’র। দেশটির জিলিন প্রদেশে পাঁচদিনের আয়োজন উপভোগ করেন রেকর্ড সাড়ে ৬ লাখ মানুষ। খবর সিসিটিভি প্লাসের।

রণকৌশলের পাশাপাশি অ্যারোব্যাটিক শো দেখান বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ফাইটার জেট, পণ্যবাহী এবং প্রশিক্ষণ বিমান প্রদর্শিত হয় এ আয়োজনে।

এদিন অভিষেক ঘটিয়েছে ওয়াই ওয়াই টোয়েন্টি রিফুয়েলিং বিমান, জে-টোয়েন্টি স্টিলথ ফাইটার জেট এবং জে-সিক্সটিন মাল্টিরোল ফাইটার জেট। এবারের মেলায় ছিল ৪৫টি উড়োযান এবং ১৩৭টি বিমান সরঞ্জাম।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply