লালমনিরহাট প্রতিনিধি:
মাদক পারাপারে অস্বীকৃতি জানানোয় লালমনিরহাটের কালীগঞ্জে এক যুবককে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ উঠেছে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের নাম সুমন মিয়া। সে কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার লুৎফর রহমানের ছেলে।
শনিবার (২৯ জুলাই) থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার মাদক ব্যবসায়ী মিলন ও লিমন একই এলাকার সুমনকে ভারতের সীমান্ত থেকে ফেনসিডিল আনার জন্য বলে। সুমন এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তাকে ধরে নিয়ে একটি ঘরে নিয়ে বিবস্ত্র করে মারধর করে।
৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী সুমনকে বিবস্ত্র করে ওই দুই মাদক ব্যবসায়ী লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে। তাদেরই মধ্যে একজন সেই দৃশ্য মোবাইলে ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। বিষয়টি অল্প কিছুক্ষণের মাঝে জেলায় ব্যাপক ভাইরাল হয়।
এ ঘটনার পর ভুক্তভোগী যুবক কালীগঞ্জ থানায় আশ্রয় গ্রহণ করে এবং পর্নোগ্রাফি আইন ৮ এর ১, ২ ও ৫ ধারায় মামলা দায়ের করে।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির জানান, এ বিষয়ে ভুক্তভোগী সুমন মামলা করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সুমনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এএআর/
Leave a reply