রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মানববন্ধন

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন মোহনপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদবঞ্চিত নেতৃবৃন্দ।

সোমবার (৩১ জুলাই) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি করেন তারা।

এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য সুরঞ্জিত সরকারসহ কয়েকজন অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করেন এমপি আয়েন উদ্দিন। কয়েক বছরে বিভিন্ন নিয়োগ ও পদবাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি।

আওয়ামী লীগের কর্মী হলেও এমপির নির্দেশনায় বিভিন্ন সময় হামলা মামলার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। বলেন, স্থানীয় মহিলা ইউপি সদস্য হাবিবাসহ অনেককে মিথ্যা মামলায় দিয়ে ভোগান্তিতে রেখেছেন এমপি আয়েন উদ্দিন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply