ভুটান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন

|

বাংলাদেশ দলের অনুশীলন। ফাইল ছবি।

নেপাল পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবলের ১২-তম আসরের। দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ। জানা গেছে, দলকে উজ্জীবিত রাখতে প্রতিটি ম্যাচে আলাদা কাউকে অধিনায়ক করবেন কোচ জেমি ডে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার। আর শেষ মুহুর্তে এসে দল ঘোষণা নিয়ে জটিলতা। মানসিকতায় খানিকটা পিছিয়ে থাকলেও, এসবে ভাবনা নেই ব্রিটিশ কোচ জেমি ডে’র। বরং ভুটানকে উড়িয়ে নতুন শুরুর প্রত্যাশায় টিম ম্যানেজম্যান্ট। তবে, বড় দুশ্চিন্তা আক্রমণভাগের ব্যর্থতা আর অগোছালো মিডফিল্ড। বাস্তবতা মেনেই অবশ্য সম্ভাব্য সেরা একাদশ সাজাচ্ছেন জেমি ডে। দলকে উজ্জীবিত করতে নির্দিষ্ট কোনো অধিনায়ক নির্বাচন করেননি কোচ। প্রতিটি ম্যাচে থাকবেন আলাদা অধিনায়ক। অন্যদিকে, সাফের এই দলটি দিয়েই নতুন যুগের সূচনা করতে চায় র‍্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা ভুটান। ১১ ধাপ পিছিয়ে থাকলেও, হোম ভেন্যুর ফায়দায় ম্যাচ ফেভারিট বাংলাদেশ।

গতকাল বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটান ম্যাচের অনুশীলনে ১১ জনকে দিয়ে দল সাজিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল সেই ১১ খেলোয়াড়ই হবেন ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। কিন্তু, জানা গেছে কোচের পরিকল্পনায় কিছুটা বদল এসেছে।

ডিফেন্ডার টুটুল হোসেন বাদশার বদলে খেলতে পারেন অভিজ্ঞ নাসিরউদ্দিন চৌধুরী। আরেক ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার বদলে অভিজ্ঞ ফুটবলার ওয়ালি ফয়সালের খেলার কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: গোলরক্ষক: আশরাফুল রানা; রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, নাসিরউদ্দিন চৌধুরী, ওয়ালি ফয়সাল; মাঝমাঠ: জামাল ভূঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি ; আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ ও সাদউদ্দিন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply