২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত আড়াই হাজারের বেশি

|

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও দশ জন মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে ২৬১ জনের। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৪ জন।

মঙ্গলবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১৩১ জন ও ঢাকার বাইরের এক হাজার ৪৫৩ জন। অন্যদিকে, মৃত দশজনের মধ্যে নয় জন ঢাকার ও একজন ঢাকার বাইরের বাসিন্দা।

প্রসঙ্গত, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪১৬০ জন। এর আগে, ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply