দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলিদের ওপর হামলা চালিয়েছে এক ফিলিস্তিনি তরুণ। ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীও। খবর রয়টার্সের।
পুলিশের দাবি, এ ঘটনায় ছয় ইসরায়েলি গুলিবিদ্ধ হয়েছে। ২০ বছর বয়সী তরুণের সাহসিকতার প্রশংসা করলেও হামাস ও ইসলামী জিহাদ এ ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি।
এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, মালেহ আদুমিম এলাকার একটি শপিং মলের বাইরে ঘটে এ বন্দুক হামলার ঘটনা। গুলির শব্দ শুনে, অফ ডিউটিতে থাকা এক ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে এসে বন্দুকধারীকে হত্যা করে।
পুলিশের দাবি, হামলাকারী নিরাপত্তারক্ষীর পোশাকে ছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত তরুণকে মোহান্নেদ আল মাজরা হিসেবে শনাক্ত করেছে।
এএআর/
Leave a reply