উত্তর গোলার্ধে দেখা মিললো সুপারমুন ‘স্টার্জন’

|

ছবি: সংগৃহীত

চলতি বছর আগস্ট মাসে দুটি পূর্ণিমা দেখার সৌভাগ্য হবে বিশ্ববাসীর। শুধু তাই নয়, দুটিই সুপার মুন। যা মহাজাগতিক ইতিহাসে বিরল ঘটনা। আবারও ২০৩৭ সালে দেখা যাবে এ দৃশ্য। খবর রয়টার্সের।

মঙ্গলবার (১ আগস্ট) দুটি সুপারমুনের প্রথমটি দেখা গেছে উত্তর গোলার্ধে। যাকে ‘স্টার্জন মুন’ হিসেবে আখ্যায়িত করেন নেটিভ আমেরিকান কৃষকরা। এদিন, অন্যান্য পূর্ণিমার তুলনায় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

আগস্টের প্রথমদিনই উত্তর গোলার্ধের বেশিরভাগ দেশ থেকে রূপার থালার মতো দেখায় চাঁদকে। তবে ভৌগলিক অবস্থান এবং বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ থেকে এতোটা পরিষ্কারভাবে দেখা যায়নি পূর্ণচন্দ্র।

কক্ষপথে ঘোরার সময়, একমাত্র উপগ্রহ চাঁদের সাথে যখন পৃথিবীর দূরত্ব কমে আসে; সে সময়ই হয় সুপারমুন। সোমবার সেই ব্যবধান ছিল মাত্র ৩ লাখ ৫৭ হাজার ৫৩০ কিলোমিটার।

আগস্টের এ পূর্ণচন্দ্রকে বলা হয় ‘স্টার্জন সুপারমুন’। নামকরণের এই ব্যাখ্যা দিয়েছেন নেটিভ আমেরিকান কৃষকরা। তাদের বক্তব্য অনুসারে, এ সময় উত্তর আমেরিকায় সবচেয়ে বড় আকারের স্টার্জন মাছ পাওয়া যায়।

চলতি বছর, আরও দু’বার দেখা যাবে মহাজাগতিক এই সৌন্দর্য। এর মধ্যে, ৩০ আগস্ট চাঁদকে সবচেয়ে বড় দেখাবে।যাকে, বলা হয় ‘ব্লু মুন’। সেদিন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে চাঁদ। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব প্রান্ত থেকেই সেই পূর্ণচন্দ্র দেখা যাবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply