কলকাতায় আচমকা ভেঙে পড়লো সেতু, বহু হতাহতের আশঙ্কা

|

কলকাতায় হঠাৎই ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার আচমকাই ধসে পড়ে দক্ষিণ শহরতলির গুরুত্বপূর্ণ মাঝেরহাট সেতুটি। সেই সময় সেতুর উপর অনেক যানবাহন থাকায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর সংবাদ দিচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ঘটনার অল্প সময় পরই উদ্ধারকাজে নামে দমকল বাহিনী। এরপর উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীও। ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার খবর জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎই বিকট আওয়াজে ভেঙে পড়ে সেতুর মাঝের অংশ। এ সময় সেতুর উপরে থাকা বেশকিছু যানবাহন ছিটকে পড়ে। এসব যানবাহনের চালক ও আরোহীরা গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধারে সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উল্লেখ্য, আড়াই বছর আগে পশ্চিমবঙ্গের পোস্তায় আরেকটি ফ্লাইওভার ভেঙে পড়লে ২৭ জনের মৃত্যু হয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply