খালেদা জিয়ার বিচারের নামে ‘ক্যামেরা ট্রায়েল’ চলছে

|

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ সম্পন্নে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তর করা সংবিধান বিরোধী বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিচারের নামে এটি ক্যামেরা ট্রায়েল চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভিন্ন দেশের কুটনীতিকদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপি মহাসচিব।

বৈঠকে জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্যাতন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এ সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ ব্রিফিং-এ স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন সরকার জনগণের নাগরিক অধিকার হরণ করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply