হিন্দু সম্প্রদায়ের জন্য সংসদে ৩০ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি এরশাদের

|

আগামীতে ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়ের জন্য সংসদে ত্রিশটি আসন সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, পার্টির নির্বাচনী ইশতেহারেও তা সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনসেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অাগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হবে। ড. অাবুল বারাকাত তার বইয়ে উল্লেখ করেছেন অাগামী ২০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। অামি চ্যালেঞ্জ করে বলছি, অাগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।

ক্ষমতায় থাকাকলে রাষ্ট্রধর্ম ইসলামের প্রবর্তন করলেও তার সরকার অন্য ধর্মকে কখনো খাটো করেনি। এরশাদ দাবি করেন তার সরকার ক্ষমতায় থাকাকালে হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেয়া হয়েছিল। হিন্দুদের জন্য বিসিএসের মাধ্যমে সরকারি চাকুরি, শত্রু সম্পত্তি রহিতকরণ, পূজা-পার্বনে ছুটি ঘোষণাসহ তার সরকারের সময়ে নেয়া বিভিন্ন পদক্ষেপেরও উল্লেখ করেন এরশাদ।

যমুনা অনলাইন: এসএইচ/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply