সেনাবাহিনীকে নিয়ে ইমরান খানের বিস্ফোরক মন্তব্য

|

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় পরিষদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়ে ক্ষমতা তত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তরের কথা জানিয়েছেন। এরপরই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খান দেশটির সেনা বাহিনীকে নিয়ে করলেন এক ভয়ঙ্কর মন্তব্য। বললেন, নির্বাচন নিয়ে সেনাবাহিনী আতঙ্কিত হয়ে পড়েছে। খবর বিবিসির।

সম্প্রতি বিবিসির হার্ডটক অনুষ্ঠানে ইমরান খান এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, পাকিস্তান বর্তমানে অঘোষিত সেনা শাসনের অধীনে রয়েছে এবং অভিযোগ করেন, তারা দেশকে অন্ধকার যুগে নিয়ে গেছে।

সাক্ষাতকারে ইমরান বলেন, এসট্যাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করার পরেও সরকার থেকে বেরিয়ে এসে কেমন করে আমরা ৩৭টি উপনির্বাচনের মধ্যে ৩০টিতে জয়ী হলাম?

এ সময় ইমরান খান বলেন, এসট্যাবলিশমেন্ট ধারণা করেছিল তার ক্ষমতাচ্যুতি পিটিআইকে দুর্বল করবে। কিন্তু তা না হয়ে উল্টো হয়েছে। দলের জনপ্রিয়তা আরও বাড়ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply