অপরাধীদের বাঁচাতে সংবিধান নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি: কাদের

|

ফাইল ছবি

বিএনপি তাদের শীর্ষ নেতাদের অপরাধ থেকে বাঁচাতে সংবিধান ও বিচারাঙ্গন সম্পর্কে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান তিনি। বলেন, দেশের বিচারব্যবস্থা ও সংবিধানকে বারবার কলঙ্কিত করেছে বিএনপি। অথচ দলটির দুর্নীতিপরায়ণ শীর্ষ নেতৃত্বের অপরাধ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে প্রমাণিত হওয়ায় আদালতের রায়ে তাদের শাস্তি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান, বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক রীতিনীতি কোনো কিছুর প্রতি বিএনপির আস্থা নেই। তাই স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও জানান তিনি। বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার অপসংস্কৃতির পরিবর্তে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করেছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply